কায়রোতে মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন স্বাস্থ্য মহাপরিচালক
মুহাম্মদ জায়েদ তরফদার, মিশর থেকে গাজা ও ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি প্রত্যক্ষভাবে অবলোকন এবং বাংলাদেশের সহায়তা কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে মিশরে অবস্থিত বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’ মিশর শাখার কর্মকাণ্ড পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবু জাফর। আন্তর্জাতিক ডি-৮ স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে কায়রো সফরকালে তিনি মাস্তুল ফাউন্ডেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মহাপরিচালক অধ্যাপক ড. আবু জাফর বলেন, মাস্তুল ফাউন্ডেশনের গাজায় পরিচালিত কার্যক্রম দেখে সত্যিই ভালো লাগলো। তবে ফিলিস্তিনিদের মানবিক অবস্থা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের ওপর চলমান নির্যাতন ও অবিচারের প্রতিবাদ জানিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ অনুদান, সহায়তা ও নৈতিক সমর্থনের মাধ্যমে সবসময়ই ফিলিস্তিনিদের পাশে থাকার চেষ্টা করে। উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন ‘মিশর শাখা’ যুদ্ধ শুরুর পর থেকেই ফাউন্ডেশনটি নিয়মিতভাবে গাজার মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা সামগ্রী, আশ্রয়সহ জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে। গাজা উপত্যকার পাশাপাশি মিশরে আশ্রয় নেওয়া ফি
মুহাম্মদ জায়েদ তরফদার, মিশর থেকে
গাজা ও ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি প্রত্যক্ষভাবে অবলোকন এবং বাংলাদেশের সহায়তা কার্যক্রম মূল্যায়নের অংশ হিসেবে মিশরে অবস্থিত বাংলাদেশের মানবিক সংস্থা ‘মাস্তুল ফাউন্ডেশন’ মিশর শাখার কর্মকাণ্ড পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবু জাফর।
আন্তর্জাতিক ডি-৮ স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে কায়রো সফরকালে তিনি মাস্তুল ফাউন্ডেশন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মহাপরিচালক অধ্যাপক ড. আবু জাফর বলেন, মাস্তুল ফাউন্ডেশনের গাজায় পরিচালিত কার্যক্রম দেখে সত্যিই ভালো লাগলো। তবে ফিলিস্তিনিদের মানবিক অবস্থা অত্যন্ত হৃদয়বিদারক।
তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের ওপর চলমান নির্যাতন ও অবিচারের প্রতিবাদ জানিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ অনুদান, সহায়তা ও নৈতিক সমর্থনের মাধ্যমে সবসময়ই ফিলিস্তিনিদের পাশে থাকার চেষ্টা করে।
উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন ‘মিশর শাখা’ যুদ্ধ শুরুর পর থেকেই ফাউন্ডেশনটি নিয়মিতভাবে গাজার মানুষের জন্য খাদ্য, বস্ত্র, চিকিৎসা সামগ্রী, আশ্রয়সহ জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে। গাজা উপত্যকার পাশাপাশি মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাও ধারাবাহিকভাবে প্রদান করছে সংস্থাটি। তাছাড়াও বাংলাদেশের মতো আন্তর্জাতিক অঙ্গনেও মানবিক কাজে অবদান রাখার লক্ষ্যেই মাস্তুল ফাউন্ডেশন কাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এই সফর মাস্তুল ফাউন্ডেশনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমআরএম/জেআইএম
What's Your Reaction?