কীসের ভিত্তিতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি, জানা গেল

নানা নাটকীয়তার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। অবশেষে শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, টাইগারদের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার পর স্কটল্যান্ডকে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি-তে রাখা হয়েছে। যেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির মতো দলের মুখোমুখি হবে। স্কটল্যান্ডকে বর্তমান আইসিসি র‍্যাঙ্কিং (১৪) বিবেচনায় না নিয়ে আগের আইসিসি টুর্নামেন্টগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপের টিকিট দেওয়া হয়েছে। ২০২৪ সালের সর্বশেষ বিশ্বকাপে তারা গ্রুপ বি-তে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে তৃতীয় স্থানে থেকে বি

কীসের ভিত্তিতে বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিল আইসিসি, জানা গেল
নানা নাটকীয়তার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিল আইসিসি। গত ২১ জানুয়ারি আইসিসি তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে ভার্চুয়াল সভা করেছিল। বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছিল। তাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু বাংলাদেশ তাদের অবস্থানে অনড়। অবশেষে শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। গণমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, টাইগারদের জায়গায় আনুষ্ঠানিকভাবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশকে বাদ দেওয়ার পর স্কটল্যান্ডকে ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ সি-তে রাখা হয়েছে। যেখানে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালির মতো দলের মুখোমুখি হবে। স্কটল্যান্ডকে বর্তমান আইসিসি র‍্যাঙ্কিং (১৪) বিবেচনায় না নিয়ে আগের আইসিসি টুর্নামেন্টগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপের টিকিট দেওয়া হয়েছে। ২০২৪ সালের সর্বশেষ বিশ্বকাপে তারা গ্রুপ বি-তে ইংল্যান্ডের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে পড়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয়। ২০২২ সালে গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও স্কটল্যান্ড গ্রুপে তৃতীয় হওয়ায় সুপার ১২-এ উঠতে পারেনি। ২০২১ সালের আসরে তারা গ্রুপ পর্বে বাংলাদেশকে হারিয়েছিল।  স্কটল্যান্ড ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow