কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত প্র থম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে একদল বিক্ষুব্ধ একটি দল অফিসে প্রবেশ করে সাইনবোর্ড ভেঙে ফেলে এবং একটি কক্ষের দরজা-জানালা ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা মিছিল বের করে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। পরবর্তীতে রাত গভীর হলে প্র থম আলো অফিস ছাড়াও শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, প্রাথমিকভাবে কিছু ঘটনার খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের অরাজকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়া শহরের মজমপুর গেটে অবস্থিত প্র থম আলো অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে একদল বিক্ষুব্ধ একটি দল অফিসে প্রবেশ করে সাইনবোর্ড ভেঙে ফেলে এবং একটি কক্ষের দরজা-জানালা ও আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে কুষ্টিয়ায় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা মিছিল বের করে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পরবর্তীতে রাত গভীর হলে প্র থম আলো অফিস ছাড়াও শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, প্রাথমিকভাবে কিছু ঘটনার খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো ধরনের অরাজকতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow