ক্যাম্প ন্যুতে ফেরার অনুমতি পেল বার্সা

দুই বছরের দীর্ঘ নির্মাণকাজ, অসংখ্য জটিলতা, একের পর এক পিছিয়ে যাওয়া তারিখ—সবশেষে অপেক্ষার প্রহর শেষ। এফসি বার্সেলোনা আবার ফিরছে তাদের ঘর—স্পটিফাই ক্যাম্প ন্যু’তে। কাতালান ক্লাবটি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শহর কর্তৃপক্ষ ফেজ ১বি অকুপ্যান্সি লাইসেন্স দিয়েছে, যার ফলে আগামী শনিবার লা লিগার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন ৪৫,৪০১ দর্শক। গত দুই বছরে বার্সার জন্য ‘ফিরে আসা’ শব্দটি ছিল যেন এক দীর্ঘ প্রতীক্ষার গল্প। জোয়ান গ্যাম্পার ট্রফির মতন উচ্চপ্রোফাইল ম্যাচও আয়োজন করা যায়নি; প্রতিটি নির্ধারিত তারিখই শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। আজ সিটি কাউন্সিলের বিশেষ কমিটির অনুমতি পাওয়ার মধ্য দিয়ে সেই অধ্যায়ের অবসান ঘটল। বার্সার কোচ হান্সি ফ্লিক এই প্রথমবারের মতো ক্যাম্প ন্যুর নতুন ডাগআউট থেকে অফিসিয়াল ম্যাচ পরিচালনা করবেন। যদিও গত ৭ নভেম্বরের ওপেন ট্রেনিং সেশনে তিনি ও পুরো স্কোয়াড একবার নতুন ঘাসে পা রেখেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন ২৩ হাজার সমর্থক—তখন ক্লাবের হাতে ছিল শুধু ক্যাটাগরি ১এ লাইসেন্স। আজকের অনুমতির ফলে এখন সমর্থকদের সমাগম বেড়ে ৪৫ হাজার ছাড়িয়েছে। জোয়ান লাপোর্তার বোর

ক্যাম্প ন্যুতে ফেরার অনুমতি পেল বার্সা

দুই বছরের দীর্ঘ নির্মাণকাজ, অসংখ্য জটিলতা, একের পর এক পিছিয়ে যাওয়া তারিখ—সবশেষে অপেক্ষার প্রহর শেষ। এফসি বার্সেলোনা আবার ফিরছে তাদের ঘর—স্পটিফাই ক্যাম্প ন্যু’তে। কাতালান ক্লাবটি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শহর কর্তৃপক্ষ ফেজ ১বি অকুপ্যান্সি লাইসেন্স দিয়েছে, যার ফলে আগামী শনিবার লা লিগার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন ৪৫,৪০১ দর্শক।

গত দুই বছরে বার্সার জন্য ‘ফিরে আসা’ শব্দটি ছিল যেন এক দীর্ঘ প্রতীক্ষার গল্প। জোয়ান গ্যাম্পার ট্রফির মতন উচ্চপ্রোফাইল ম্যাচও আয়োজন করা যায়নি; প্রতিটি নির্ধারিত তারিখই শেষ মুহূর্তে স্থগিত হয়েছে। আজ সিটি কাউন্সিলের বিশেষ কমিটির অনুমতি পাওয়ার মধ্য দিয়ে সেই অধ্যায়ের অবসান ঘটল।

বার্সার কোচ হান্সি ফ্লিক এই প্রথমবারের মতো ক্যাম্প ন্যুর নতুন ডাগআউট থেকে অফিসিয়াল ম্যাচ পরিচালনা করবেন। যদিও গত ৭ নভেম্বরের ওপেন ট্রেনিং সেশনে তিনি ও পুরো স্কোয়াড একবার নতুন ঘাসে পা রেখেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন ২৩ হাজার সমর্থক—তখন ক্লাবের হাতে ছিল শুধু ক্যাটাগরি ১এ লাইসেন্স। আজকের অনুমতির ফলে এখন সমর্থকদের সমাগম বেড়ে ৪৫ হাজার ছাড়িয়েছে।

জোয়ান লাপোর্তার বোর্ড চেয়েছিল ২০২৪ সালের ২৯ নভেম্বর ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্প ন্যুতে প্রতীকীভাবে ফিরে আসতে। কিন্তু নির্মাণকাজের জটিলতায় তা সম্ভব হয়নি। পরবর্তী কয়েকটি তারিখও বাস্তবায়ন হয়নি—অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২১ ডিসেম্বরের ম্যাচসহ। সব ব্যর্থতার পর এবার অবশেষে সিদ্ধান্তটি কার্যকর হতে চলেছে।

লা লিগায় ঘরে ফেরার পর ক্লাবের পরবর্তী লক্ষ্য ইউরোপীয় রাত ফিরিয়ে আনা। বার্সা এখন চেষ্টা করছে ৯ ডিসেম্বর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচটি নতুন ক্যাম্প ন্যুতেই আয়োজনে।

দীর্ঘ প্রতীক্ষার পর কাতালুনিয়ার ফুটবলপ্রেমীদের কাছে আজকের দিনটি যেন বড়দিনের আগাম উপহার—বার্সেলোনা অবশেষে ঘরে ফিরছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow