খাজা এনায়েতপুর দরবার শরিফের পীরের ইন্তেকাল
সিরাজগঞ্জের ‘বিশ্ব শান্তির মঞ্জিল’ এনায়েতপুর পাক দরবার শরিফের পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এনায়েতপুর পাক দরবার শরিফের খাদেম মো. মুরাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৬ নভেম্বর) বাদ জোহর এনায়েতপুর মাজার মসজিদে জানাজা শেষে মাজার শরিফ কমপ্লেক্সে তাকে দাফন করা হয়। খাজা কামাল উদ্দিন নুহু মিয়া উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হজরত শাহ সুফি খাজা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) তৃতীয় সন্তান। তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন তৃতীয়। তিনি এনায়েতপুর পাক দরবার শরিফের তৃতীয় গদিনশিন পীর ছিলেন। বাবার আদর্শের ধারাবাহিকতায় তিনি ছিলেন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। তিনি ইসলামি ভাবধারার মানবিক দীক্ষার নানা গুণের অধিকারী ছিলেন।
সিরাজগঞ্জের ‘বিশ্ব শান্তির মঞ্জিল’ এনায়েতপুর পাক দরবার শরিফের পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এনায়েতপুর পাক দরবার শরিফের খাদেম মো. মুরাদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৬ নভেম্বর) বাদ জোহর এনায়েতপুর মাজার মসজিদে জানাজা শেষে মাজার শরিফ কমপ্লেক্সে তাকে দাফন করা হয়।
খাজা কামাল উদ্দিন নুহু মিয়া উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফি সাধক সিরাজগঞ্জের হজরত শাহ সুফি খাজা ইউনুস আলী এনায়েতপুরীর (র.) তৃতীয় সন্তান। তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন তৃতীয়। তিনি এনায়েতপুর পাক দরবার শরিফের তৃতীয় গদিনশিন পীর ছিলেন। বাবার আদর্শের ধারাবাহিকতায় তিনি ছিলেন চিন্তক, ধর্মীয় বিশারদ ও ইসলামের শান্তির প্রচারক। তিনি ইসলামি ভাবধারার মানবিক দীক্ষার নানা গুণের অধিকারী ছিলেন।
What's Your Reaction?