অপহরণের পর ৪০ হাজার টাকা দাবি, না পেয়ে কিশোরকে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মো. তাকবির (১৮) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আটি ওয়াদা কলোনি বউবাজার এলাকার পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি চারতলা ভবনের নিচতলা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাকবির একই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, গত মঙ্গলবার রাত থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। তবে তার ফোন চালু ছিল। বারবার তাকে ফোন করা হলেও সে ফোন ধরেনি। বুধবার দুপুরে পর খবর পাই বউবাজার এলাকায় তার লাশ পড়ে আছে।
নিহতের বড় ভাই হৃদয় বলেন, একটি অচেনা ফোন নম্বর থেকে আমাদের কাছে ফোন করে জানানো হয় আমার ভাইকে আটকে রাখা হয়েছে। ৪০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। তার কিছুক্ষণ পরই খবর পাই আমার ভাইয়ের লাশ পড়ে আছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতেই ভিকটিমকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি ফোন নম্বর দিয়ে মুক্তিপণ চাওয়ার অভিযোগ করা হয়েছে। আমরা ওই ফোন নম্বরের
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মো. তাকবির (১৮) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে আটি ওয়াদা কলোনি বউবাজার এলাকার পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত একটি চারতলা ভবনের নিচতলা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তাকবির একই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
নিহতের বাবা নূর মোহাম্মদ বলেন, গত মঙ্গলবার রাত থেকে আমার ছেলে নিখোঁজ ছিল। তবে তার ফোন চালু ছিল। বারবার তাকে ফোন করা হলেও সে ফোন ধরেনি। বুধবার দুপুরে পর খবর পাই বউবাজার এলাকায় তার লাশ পড়ে আছে।
নিহতের বড় ভাই হৃদয় বলেন, একটি অচেনা ফোন নম্বর থেকে আমাদের কাছে ফোন করে জানানো হয় আমার ভাইকে আটকে রাখা হয়েছে। ৪০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। আমরা টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। তার কিছুক্ষণ পরই খবর পাই আমার ভাইয়ের লাশ পড়ে আছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতেই ভিকটিমকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি ফোন নম্বর দিয়ে মুক্তিপণ চাওয়ার অভিযোগ করা হয়েছে। আমরা ওই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত করছি।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।