যবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান' বিষয়ক সিম্পোজিয়াম এবং পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৯ নভেম্বর) সকাল দশটায় যবিপ্রবি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন ও দুপুর দুইটায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করেছে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। বিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি, লোড ম্যানেজমেন্ট, স্মার্ট গ্রিড, সোলার সল্যুশনসহ বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাবনা নিয়ে মোট পয়ষট্টিটি পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন জমা পড়ে ও শিক্ষার্থীরা এসব উপস্থাপনা করে। সিম্পোজিয়ামে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসাইন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন মোঃ আমজাদ হোসেন-ড. ইঞ্জি., বিইপিআরসি'র

যবিপ্রবিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) 'বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান' বিষয়ক সিম্পোজিয়াম এবং পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৯ নভেম্বর) সকাল দশটায় যবিপ্রবি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন ও দুপুর দুইটায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারিতে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করেছে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। বিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি, লোড ম্যানেজমেন্ট, স্মার্ট গ্রিড, সোলার সল্যুশনসহ বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাবনা নিয়ে মোট পয়ষট্টিটি পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন জমা পড়ে ও শিক্ষার্থীরা এসব উপস্থাপনা করে।

সিম্পোজিয়ামে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিইপিআরসির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসাইন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন মোঃ আমজাদ হোসেন-ড. ইঞ্জি., বিইপিআরসি'র অতিরিক্ত সচিব ড. মোঃ রফিকুল ইসলাম সহ প্রমুখ। সিম্পোজিয়ামে বক্তারা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিইপিআরসির চেয়ারম্যান মোঃ ওয়াহিদ হোসাইন বলেন, শিক্ষকরা গবেষণা করেন, সেটার পেপার বের করে এবং উন্নত মানের জার্নালে প্রকাশিত করেন। গবেষণার মূল লক্ষ্য হিসেবে প্রমোশনকে বেছে নেন শিক্ষকরা। এটা ঠিক না। আপনারা গবেষণার লক্ষ্য হবে মানুষের জীবনমান উন্নত করা, দেশের উন্নতি করা। আপনাদের গবেষণার মাধ্যমে বের হয়ে আসবে বিভিন্ন সমস্যার সমাধান। ইউজিসি যে ফান্ড দেয় সেটা দিয়ে আপনারা গবেষণা করেন । এর পাশাপাশি নিজে থেকেও গবেষণা করুন। আপনারাও এই সেক্টরে ইনভেস্ট করা শুরু করুন। আপনারা এগিয়ে আসুন, আমরা গবেষণা নিয়ে একটা ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করেছি, সেটা এক সময় সফল হবেই।

সিম্পোজিয়ামে বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন মোঃ আমজাদ হোসেন-ড. ইঞ্জি. বলেন, অনুষ্ঠানটির আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত । বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থেকে এ পোস্টার ও আইডিয়া প্রেজেন্টেশন বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিইপিআরসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow