আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি-ডামি, দিনের ভোট রাতে এ দেশে আর হবে না।’ শনিবার (২২ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠ স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, গত ১৭ বছরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দেশে এখন নির্বাচনী আমেজ, মানুষ অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। আগে কখনো এমন উৎসাহ দেখা যায়নি। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর বলেন, দল আমাকে যে মনোনয়ন দিয়েছে, সেটা আমার নয়, এটা আপনাদের, গোপালগঞ্জের তৃণমূল নেতাকর্মীর। তিনি বলেন, যদি আমি এমপি নির্বাচিত হই, তবে গো

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি-ডামি, দিনের ভোট রাতে এ দেশে আর হবে না।’

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠ স্কুল মাঠে গোপালগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, গত ১৭ বছরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। দেশে এখন নির্বাচনী আমেজ, মানুষ অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগের জন্য। আগে কখনো এমন উৎসাহ দেখা যায়নি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। এ সময় তিনি বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর বলেন, দল আমাকে যে মনোনয়ন দিয়েছে, সেটা আমার নয়, এটা আপনাদের, গোপালগঞ্জের তৃণমূল নেতাকর্মীর। তিনি বলেন, যদি আমি এমপি নির্বাচিত হই, তবে গোপালগঞ্জের স্বাস্থ্য খাতে বিপ্লব ঘটাতে চাই।

এ ছাড়া তিনি গোপালগঞ্জ সদর আসনের প্রতিটি ইউনিয়নে মডেল মন্দির তৈরির প্রতিশ্রুতিও দেন।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন। শুরু থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগানের মাধ্যমে মাঠ ভরে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow