খামারিদের পাশে দাঁড়াতে পারলে বিশাল কর্মসংস্থান তৈরী হবে: ইউএনও

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম বলেন, ছোট্ট একটি আয়তনের দেশে বিশাল জনগোষ্ঠীর চাহিদা ও আমিষের ঘাটতি পূরণে প্রাণি সম্পদ অধিদপ্তর যে কাজ করছে তা অনস্বীকার্য। তারা প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছেন। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বাস্তবায়নে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বর্তমান বাজারে এক লিটার পানির দামের তুলনায় এক লিটার দুধের যে দাম তা যথোপযুক্ত নয়। দামের ক্ষেত্রে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়াতে পারলে বিশাল কর্মসংস্থান তৈরী হবে বলেও তিনি মন্তব্য করেন। ডাঃ তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, ফুলবাড়িয়া সরকারি

খামারিদের পাশে দাঁড়াতে পারলে বিশাল কর্মসংস্থান তৈরী হবে: ইউএনও

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম বলেন, ছোট্ট একটি আয়তনের দেশে বিশাল জনগোষ্ঠীর চাহিদা ও আমিষের ঘাটতি পূরণে প্রাণি সম্পদ অধিদপ্তর যে কাজ করছে তা অনস্বীকার্য। তারা প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছেন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটোরিনারি হাসপাতালের বাস্তবায়নে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, বর্তমান বাজারে এক লিটার পানির দামের তুলনায় এক লিটার দুধের যে দাম তা যথোপযুক্ত নয়। দামের ক্ষেত্রে প্রান্তিক খামারিদের পাশে দাঁড়াতে পারলে বিশাল কর্মসংস্থান তৈরী হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডাঃ তাহমিনা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার, ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল প্রমুখ।

দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি' এই প্রতিপাদ্যে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় ফুলবাড়িয়া উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে এবার প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে মিষ্টি, পিঠা,ঔষধ কোম্পানি, হাঁস, মুরগি, পাখি এবং উন্নত জাতের গরু-ছাগল সহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে, যা স্থানীয় খামারি ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আলোচনা পরবর্তী ইউএনও মোঃ আরিফুল ইসলাম স্টল পরিদর্শন করেন এবং আয়োজক ও খামারিদের সঙ্গে মতবিনিময় করে উৎসাহ প্রদান করেন। এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow