খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন।  বিশেষ অতিথি ছিলেন আইইবি ভাইস প্রেসিডেন্ট (প্রমোশন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল) এবং আইইবি সদর দপ্তরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা। সঞ্চালনায় ছিলেন রাজশাহী কেন্দ্রের সম্পাদক ড. মো. রবিউল ইসলাম সরকার।  আলোচনায় অংশ নেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির (অ্যাডমিন), আইইবি রাজশাহী।  উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে বলেন, জাতীয় জীবনে তার দীর্ঘ রা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আইইবি রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্রের উদ্যোগে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি সদর দপ্তরের ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন। 

বিশেষ অতিথি ছিলেন আইইবি ভাইস প্রেসিডেন্ট (প্রমোশন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল) এবং আইইবি সদর দপ্তরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা। সঞ্চালনায় ছিলেন রাজশাহী কেন্দ্রের সম্পাদক ড. মো. রবিউল ইসলাম সরকার। 

আলোচনায় অংশ নেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট) প্রকৌশলী মো. আব্দুর রশিদ এবং প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির (অ্যাডমিন), আইইবি রাজশাহী। 

উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে বলেন, জাতীয় জীবনে তার দীর্ঘ রাজনৈতিক অবদান দেশের মানুষের কাছে স্মরণীয়। এ সময় তারা তার স্বাস্থ্যোন্নতির জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী কেন্দ্রের প্রকৌশলীবৃন্দ, তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন তেরখাদিয়া কলেজপাড়া জামে মসজিদ, রাজশাহীর খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আনিসুর রহমান। পরে তার পরিচালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের কার্যক্রম শেষ হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow