খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান আমিনুল হকের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক আমিনুল হক।  বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের সিটি ক্লাবে পল্লবী ও রূপনগরের সর্বস্তরের জনগণের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলে এ আহ্বান জানান তিনি।  খালেদা জিয়াকে ‘বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক’ হিসেবে অভিহিত করে আমিনুল হক বলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ও দাবি আদায়ের জন্য দেশের মানুষের পাশে এক কাতারে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সব দল-মত নির্বিশেষে আমাদের প্রিয় মাতা, আমাদের প্রিয় নেত্রী, আমাদের সারা বাংলাদেশের অভিভাবক। তিনি বলেন, নেত্রীর অসুস্থতার খবরে সারা দেশের মানুষ গভীরভাবে চিন্তিত। আজ সারা দেশের প্রতিটি সাধারণ মানুষ প্রতিটি মসজিদ-মাদ্রাসায়, প্রতিটি এতিম শিশু, প্রতিটি মাদ্রাসার হাফেজ, সারা বাংলাদেশের আলেম-ওলামা, মাশায়েখরা প্রত্যেকেই একসাথে দোয়া করছেন আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায়। অনুষ্ঠানে উপস্থিত পল্লবী-রূপনগরের আলেম-ওলামা, মাশায

খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান আমিনুল হকের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক আমিনুল হক। 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের সিটি ক্লাবে পল্লবী ও রূপনগরের সর্বস্তরের জনগণের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিলে এ আহ্বান জানান তিনি। 

খালেদা জিয়াকে ‘বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক’ হিসেবে অভিহিত করে আমিনুল হক বলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ও দাবি আদায়ের জন্য দেশের মানুষের পাশে এক কাতারে দাঁড়িয়েছিলেন। তিনি শুধু বিএনপির নন, তিনি বাংলাদেশের সব দল-মত নির্বিশেষে আমাদের প্রিয় মাতা, আমাদের প্রিয় নেত্রী, আমাদের সারা বাংলাদেশের অভিভাবক।

তিনি বলেন, নেত্রীর অসুস্থতার খবরে সারা দেশের মানুষ গভীরভাবে চিন্তিত। আজ সারা দেশের প্রতিটি সাধারণ মানুষ প্রতিটি মসজিদ-মাদ্রাসায়, প্রতিটি এতিম শিশু, প্রতিটি মাদ্রাসার হাফেজ, সারা বাংলাদেশের আলেম-ওলামা, মাশায়েখরা প্রত্যেকেই একসাথে দোয়া করছেন আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায়।

অনুষ্ঠানে উপস্থিত পল্লবী-রূপনগরের আলেম-ওলামা, মাশায়েখ, কোরআনের হাফেজ এবং মহানগর বিএনপির নেতাসহ সাধারণ অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল হক বলেন, আমরা সকলেই আজ এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনার জন্য। আমরা সেই মহান আল্লাহর কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান। আমরা প্রার্থনা করি, আপনাদের সবার দোয়া বা আপনাদের ভেতর থেকে কারো একজনের দোয়া যদি আল্লাহপাক কবুল করেন, সেই দোয়ার বরকতে আল্লাহপাক যাতে আমাদের প্রিয় নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।

তিনি আরও বলেন, আমরা আশা করি, আল্লাহপাক যাতে আমার প্রিয় নেত্রীকে বাংলাদেশের অভিভাবক, তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এ আহ্বায়ক বলেন, আগামী নির্বাচন সামনে রেখে তাদের নির্বাচনকালীন সব কর্মসূচি বন্ধ করে  প্রিয় নেত্রীর জন্য প্রতি ওয়াক্ত নামাজের সময় কিংবা দিনে-রাতে বিভিন্ন সময় আমরা যেখানে সমবেত হচ্ছি, শুধু সেই প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠান করছি।

তিনি দৃঢ়তার সাথে বলেন, আমরা সেই মহান নেত্রীর জন্য আজকে মন থেকে দোয়া করব। আল্লাহপাক যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন, যাতে তিনি সুস্থ অবস্থায় বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসলে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রের কিংবদন্তি আবারও আমাদের নেতৃত্ব দিতে পারেন।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow