খালেদা জিয়ার বার্তা জাতিকে ঐক্যের পথে ডাকে : জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বিগত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। গুম, খুন, হামলা, মামলা-হুলিয়া, রিমান্ডে ও আয়নাঘরে নির্যাতন, কোনো কিছুরই ব্যতিক্রম হয়নি। তিনি বলেন, এই দমন-পীড়ন থেকে বেগম খালেদা জিয়া ও তার পরিবারও রেহাই পায়নি। তিনি সন্তান হারিয়েছেন, আরেক সন্তানকে কারাগারে যেতে হয়েছে; নিজেকেও দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে। তবুও ৫ আগস্টের রক্তস্নাত গণঅভ্যুত্থানের পর তিনি প্রথম বক্তব্যে প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায়বিচারের কথা বলেছেন। প্রতিশোধ নয়, ঐক্যের আহ্বানই ছিল তার বার্তা। সোমবার (১৯ জানুয়ারি) বাঞ্ছারামপুরের মানিকপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সাকি বলেন, ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থানের পাটাতন তৈরি হয়েছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া ছিলেন বিরাট ভরসার কেন্দ্র। তিনি কখনো বলেননি- আমার ওপর হওয়া অন্যায়ের প্
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, বিগত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। গুম, খুন, হামলা, মামলা-হুলিয়া, রিমান্ডে ও আয়নাঘরে নির্যাতন, কোনো কিছুরই ব্যতিক্রম হয়নি।
তিনি বলেন, এই দমন-পীড়ন থেকে বেগম খালেদা জিয়া ও তার পরিবারও রেহাই পায়নি। তিনি সন্তান হারিয়েছেন, আরেক সন্তানকে কারাগারে যেতে হয়েছে; নিজেকেও দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটানো হয়েছে। তবুও ৫ আগস্টের রক্তস্নাত গণঅভ্যুত্থানের পর তিনি প্রথম বক্তব্যে প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায়বিচারের কথা বলেছেন। প্রতিশোধ নয়, ঐক্যের আহ্বানই ছিল তার বার্তা।
সোমবার (১৯ জানুয়ারি) বাঞ্ছারামপুরের মানিকপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সাকি বলেন, ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থানের পাটাতন তৈরি হয়েছে, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়া ছিলেন বিরাট ভরসার কেন্দ্র। তিনি কখনো বলেননি- আমার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নাও। এই অবস্থানই তাকে প্রকৃত জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার দিকনির্দেশনা সামনে রেখে ঐক্যবদ্ধভাবে এগোতে পারলেই বাংলাদেশকে সামনে নেওয়া সম্ভব।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সহসভাপতি লিয়াকত আলী ফরিদ, সাধারণ সম্পাদক এ কে মুসা, জেলা বিএনপির সদস্য দেওয়ার নাজমুল হুদা এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলীসহ দলীয় নেতাকর্মীরা।
What's Your Reaction?