খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়ানবাজার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে শোক ও সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেত্রীকে হারাল। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা সমগ্র দেশবাসী আজীবন স্মরণ রাখবে শ্রদ্ধার সাথে। এই শোকের মুহূর্তে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ শাহজাহান। মুহাম্মদ শাহজাহান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি

খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়ানবাজার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে শোক ও সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, জাতি আজ একজন আদর্শ দেশপ্রেমিক ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেত্রীকে হারাল। ঐক্যবদ্ধ দেশ ও জাতি গঠনে বেগম খালেদা জিয়ার অগ্রণী ভূমিকা সমগ্র দেশবাসী আজীবন স্মরণ রাখবে শ্রদ্ধার সাথে। এই শোকের মুহূর্তে আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজন, দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ শাহজাহান।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাই।

তিনি বলেন, আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন অত্যাবশ্যক। অবিলম্বে শহীদ হাদির খুনিদের বিচারের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনা এবং সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় জনগণের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা থেকেই যাবে।

তিনি আরও বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত হয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল রাজনৈতিক দল, প্রশাসন ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ওই সমাবেশে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। 

রাঙামাটি পার্বত্য জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, দক্ষিণ জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুর উল্লাহ, কক্সবাজার জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কক্সবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, রাঙামাটি জেলা সেক্রেটারি মনছুরুল হক চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow