খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউমার্কেটে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় নিউমার্কেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর, নিউমার্কেট মাদ্রাসাতুন নাজাতে দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। দোয়া মাহফিলপূর্ব বক্তৃতায় ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তিনি শঙ্কামুক্ত নন। দীর্ঘদিন কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যে কারণে তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হচ্ছে না। মজলুম এই নেত্রীর প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে অন্যায় করেছিল, তা দেখে দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, বর্তমান সময়ে তিনি পুরো দেশবাসীর অভিভাবক, জাতির ঐক্যের প্রতীক।  এ সময়ে তিনি সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের প্রতিটি নাগরিক আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন, সকল ভেদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউমার্কেটে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘ নেক হায়াত কামনায় নিউমার্কেটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর, নিউমার্কেট মাদ্রাসাতুন নাজাতে দোয়া মাহফিল ও এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

দোয়া মাহফিলপূর্ব বক্তৃতায় ব্যারিস্টার অসীম বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তিনি শঙ্কামুক্ত নন। দীর্ঘদিন কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিং করা হয়েছে। যে কারণে তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হচ্ছে না। মজলুম এই নেত্রীর প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে অন্যায় করেছিল, তা দেখে দেশবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, বর্তমান সময়ে তিনি পুরো দেশবাসীর অভিভাবক, জাতির ঐক্যের প্রতীক। 

এ সময়ে তিনি সকল গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেশের প্রতিটি নাগরিক আজ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে পুরো জাতি আজ এক কাতারে দাঁড়িয়েছে। তার প্রতি মানুষের অপরিসীম ভালোবাসা আর গভীর শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে প্রমাণ হয়েছে বেগম খালেদা জিয়াই বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। 

ব্যারিস্টার অসীম বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়ার আবেদন জানান। দোয়া মাহফিলে নিউমার্কেট থানা ও ১৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow