‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যাদের কোনো ভূমিকা ছিল না, তারাই এখন নানা ধরনের আকাঙ্ক্ষার কথা বলছেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং গুরুতর আহতদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, জুলাই-আগস্টের এই গণবিপ্লব সারা দেশে ছড়িয়ে পড়েছিল বলেই ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। তৎকালীন সরকারের হাতে মারণাস্ত্র এবং অবৈধ অর্থের পাহাড় থাকা সত্ত্বেও জনগণের শক্তির সামনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে অনেকেই এই ঐতিহাসিক লড়াইয়ের কৃতিত্ব এবং পরিচয় নিয়ে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যাদের কোনো ভূমিকা ছিল না, তারাই এখন নানা ধরনের আকাঙ্ক্ষার কথা বলছেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং গুরুতর আহতদের সম্মানে এই সভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, জুলাই-আগস্টের এই গণবিপ্লব সারা দেশে ছড়িয়ে পড়েছিল বলেই ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। তৎকালীন সরকারের হাতে মারণাস্ত্র এবং অবৈধ অর্থের পাহাড় থাকা সত্ত্বেও জনগণের শক্তির সামনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে অনেকেই এই ঐতিহাসিক লড়াইয়ের কৃতিত্ব এবং পরিচয় নিয়ে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রামে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।