গ্রাম বদলে দিয়েছে সিনেমা, স্বীকৃতি পেলেন পরিচালক

শিল্পের শক্তি কেবল বিনোদনই নয়, কখনও তা সমাজ ও অঞ্চলের পরিবর্তনেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি সিনেমা বদলে দিয়েছে পুরো নাচোল উপজেলার চিত্র। সিনেমাটির নাম ‘নাচোলের রানী’। এটি ১৯৫০ সালের ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সংঘটিত ইলা মিত্রের নেতৃত্বে নাচোল কৃষক-সাঁওতাল বিদ্রোহের কাহিনী অবলম্বনে নির্মাণ করেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। আরও পড়ুনশাকিব খানের ছবিতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশআদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নাচোলকে আন্তর্জাতিক পর্যটক ও দর্শকদের জন্য পরিচিতি এনে দিয়েছে। ছবির শুটিং স্থলে ইলা মিত্রের নামে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে। সেটি বর্তমানে গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। নাচোলের বাসিন্দারা পরিচালক ডায়মন্ডের অবদানকে ভুলেননি। সম্প্রতি ইলা মিত্র সংগ্রহশালার পাশে স্থাপন করা হয়েছে ডায়মন্ডকে সম্মান জানাতে স্বীকৃতি ফলক। এটি উন্মোচন করা হয় ১৬ নভেম্বর। এই উদ্যোগ গ্রামবাসী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হয়। ডায়মন্ড সংবাদমাধ্যমকে বলেন, ‘জীবদ্দশায় এমন একটি স্বীকৃতি

গ্রাম বদলে দিয়েছে সিনেমা, স্বীকৃতি পেলেন পরিচালক

শিল্পের শক্তি কেবল বিনোদনই নয়, কখনও তা সমাজ ও অঞ্চলের পরিবর্তনেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। সেখানে একটি সিনেমা বদলে দিয়েছে পুরো নাচোল উপজেলার চিত্র।

সিনেমাটির নাম ‘নাচোলের রানী’। এটি ১৯৫০ সালের ৫ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় সংঘটিত ইলা মিত্রের নেতৃত্বে নাচোল কৃষক-সাঁওতাল বিদ্রোহের কাহিনী অবলম্বনে নির্মাণ করেন পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

আরও পড়ুন
শাকিব খানের ছবিতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ
আদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নাচোলকে আন্তর্জাতিক পর্যটক ও দর্শকদের জন্য পরিচিতি এনে দিয়েছে। ছবির শুটিং স্থলে ইলা মিত্রের নামে একটি সংগ্রহশালা তৈরি হয়েছে। সেটি বর্তমানে গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত।

নাচোলের বাসিন্দারা পরিচালক ডায়মন্ডের অবদানকে ভুলেননি। সম্প্রতি ইলা মিত্র সংগ্রহশালার পাশে স্থাপন করা হয়েছে ডায়মন্ডকে সম্মান জানাতে স্বীকৃতি ফলক। এটি উন্মোচন করা হয় ১৬ নভেম্বর। এই উদ্যোগ গ্রামবাসী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হয়।

ডায়মন্ড সংবাদমাধ্যমকে বলেন, ‘জীবদ্দশায় এমন একটি স্বীকৃতি পাওয়া সত্যিই দুর্লভ এবং আবেগঘন।’

ছবিতে ইলা মিত্রের চরিত্রে অভিনয় করেছেন শাহানা শুমি, পাশাপাশি কাজল মজুমদার, রবিউল ইসলাম, আফসানা রহমান, সাজ্জাদ, রিপন ও তপন গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। এছাড়া প্রায় ৪৫০ জন সাঁওতাল এবং আড়াইশ পুলিশ সদস্য অংশগ্রহণ করেছেন সিনেমার দৃশ্যে।

এলআইএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow