চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারবাং পুলিশ ফাঁড়ির পাশের রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। কক্সবাজার আইকনিক স্টেশনের রেলওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, স্থানীয় লোকজন সকালে রেললাইনের ওপর ক্ষত–বিক্ষত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম–পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ৫০ বছর বলে জানান তিনি। শাহজালাল আরও বলেন, ‘মরদেহটির শরীরের কয়েকটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।’ নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হারবাং পুলিশ ফাঁড়ির পাশের রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার আইকনিক স্টেশনের রেলওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, স্থানীয় লোকজন সকালে রেললাইনের ওপর ক্ষত–বিক্ষত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম–পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ৫০ বছর বলে জানান তিনি।

শাহজালাল আরও বলেন, ‘মরদেহটির শরীরের কয়েকটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রোববার রাতে কক্সবাজার আইকনিক স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৈকত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।’

নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow