চট্টগ্রামে ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫ অনুষ্ঠিত

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যৌথ উদ্যোগে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫’ অনুষ্ঠিত। তরুণদের পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে সক্ষম করে তোলার লক্ষ্যে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।  এতে আগ্রহী ২০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এর মধ্যে চসিকের ৪১টি ওয়ার্ডের ৮২ জন তরুণ স্বেচ্ছাসেবী, ২০ জন সাংবাদিক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের ৯৮ জন শিক্ষার্থী ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের উপসচিব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স-পার্টনারশিপস ও কমিউনিকেশনস পরিচালক শামিমা আক্তার এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন তার বক্তব্যে বলেন, ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চট্টগ্রামের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ধরনের উদ্যোগে তরুণদের স

চট্টগ্রামে ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫ অনুষ্ঠিত
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যৌথ উদ্যোগে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫’ অনুষ্ঠিত। তরুণদের পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে সক্ষম করে তোলার লক্ষ্যে এই প্রোগ্রামের আয়োজন করা হয়।  এতে আগ্রহী ২০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। এর মধ্যে চসিকের ৪১টি ওয়ার্ডের ৮২ জন তরুণ স্বেচ্ছাসেবী, ২০ জন সাংবাদিক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের ৯৮ জন শিক্ষার্থী ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের উপসচিব ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন চসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স-পার্টনারশিপস ও কমিউনিকেশনস পরিচালক শামিমা আক্তার এবং ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন তার বক্তব্যে বলেন, ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চট্টগ্রামের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ধরনের উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নতুন ধারণা আনে এবং সমাজে সবার সম্পৃক্ততা বাড়ায়, যা দীর্ঘমেয়াদি পরিবেশ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘পরিবেশ সচেতন সমাজ গঠনে তরুণ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহ ও নিষ্ঠা আমাদের আরও টেকসই ভবিষ্যতের আশা জোগায়।’ শামিমা আক্তার বলেন, ‘পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা অত্যন্ত প্রয়োজনীয়। ইউনিলিভার বাংলাদেশ তরুণদের নেতৃত্বকে সমর্থন প্রদানের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের কার্যক্রমে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, ‘পরিবেশ সমস্যার সমাধানে তরুণদের সম্ভাবনা সবসময় প্রবল। এই উদ্যোগ তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও দিকনির্দেশনা প্রদান করছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow