চট্টগ্রাম-২ আসনে জামায়াত প্রার্থী নুরুল আমিনকে শোকজ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রার্থী নুরুল আমিনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এ শোকজ নোটিশ জারি করেন। অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও ছড়িয়ে দেন, যা আচরণবিধির পরিপন্থি। কমিটির মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন। কমিটির মতে, এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর প্রযোজ্য ধারার বিরুদ্ধে। এর আগে একই আসনের অন্য প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই অভিযোগে ব্যাখ্যা দিতে শোকজ করা হয়েছিল। আগামী ২৬ জানুয়ারি (সোমবার) অধ্যক্ষ নুরুল আমিনকে ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক

চট্টগ্রাম-২ আসনে জামায়াত প্রার্থী নুরুল আমিনকে শোকজ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রার্থী নুরুল আমিনকে শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান কমিটি।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এ শোকজ নোটিশ জারি করেন।

অভিযোগে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পাশাপাশি তার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণামূলক ছবি ও ভিডিও ছড়িয়ে দেন, যা আচরণবিধির পরিপন্থি। কমিটির মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর সংশ্লিষ্ট বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

কমিটির মতে, এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর প্রযোজ্য ধারার বিরুদ্ধে।

এর আগে একই আসনের অন্য প্রার্থী সরোয়ার আলমগীরকেও একই অভিযোগে ব্যাখ্যা দিতে শোকজ করা হয়েছিল।

আগামী ২৬ জানুয়ারি (সোমবার) অধ্যক্ষ নুরুল আমিনকে ফটিকছড়ির সিনিয়র সহকারী জজ আদালতে স্থাপিত নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি মেনে চলা বাধ্যতামূলক। আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow