চবি ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ১ লাখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। আবেদন শুরুর প্রথম ৮ দিনেই লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করেছেন। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ১৭০টি। ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন আবেদনের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৪৯ হাজার ৩২৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩২ হাজার ৬৩৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৬২৩ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ২৪ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ৬৩৫টি, বি-২ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ১ হাজার ৭৭৬টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৬৯ জন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। আবেদন শুরুর প্রথম ৮ দিনেই লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করেছেন। গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ ডিসেম্বর।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ লাখ ১৭ হাজার ১৭০টি। ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন আবেদনের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৪৯ হাজার ৩২৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৩২ হাজার ৬৩৬ জন ভর্তিচ্ছু। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৬২৩ জন এবং সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে আবেদন করেছেন ২৪ হাজার ৭০৪ জন শিক্ষার্থী।
এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ৬৩৫টি, বি-২ উপ-ইউনিটে আবেদন জমা পড়েছে ১ হাজার ৭৭৬টি এবং ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৪৬৯ জন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
What's Your Reaction?