চাকরিজীবীদের সুখবর, ২ দফায় আসছে ৩ দিন করে ছুটি

আসন্ন ফেব্রুয়ারির প্রথমভাগে সরকারি চাকরিজীবীরা এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে, পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর পরের দুই দিন ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি চাকরিজীবীরা মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি ভোগ করবেন। এর ঠিক এক সপ্তাহ পর আবারও একই ধরনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে ওই দিন সাধারণ ছুটি থাকবে। পরবর্তী দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় ওই সপ্তাহেও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সরকারি

চাকরিজীবীদের সুখবর, ২ দফায় আসছে ৩ দিন করে ছুটি

আসন্ন ফেব্রুয়ারির প্রথমভাগে সরকারি চাকরিজীবীরা এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র শবে বরাত ও জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার পড়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে এই দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে, পরদিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর পরের দুই দিন ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি চাকরিজীবীরা মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি ভোগ করবেন।

এর ঠিক এক সপ্তাহ পর আবারও একই ধরনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে ওই দিন সাধারণ ছুটি থাকবে। পরবর্তী দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার হওয়ায় ওই সপ্তাহেও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ফলে ফেব্রুয়ারির প্রথমার্ধেই সরকারি চাকরিজীবীরা মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় মোট ছয় দিনের দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। অনেকেই এই সময় পরিবার নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজ সেরে নেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শবে বরাতের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করায় ছুটির চূড়ান্ত সিদ্ধান্ত সে অনুযায়ী কার্যকর হবে। এছাড়া জরুরি সেবাদানকারী দপ্তরগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow