চাটমোহরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তাবায়নের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। এ সময় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক রবিউল করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, শিক্ষক নেতা শাহরিয়ার কবির, আব্দুল মতিন, মোতালেব হোসেন, শ্রাবন্তী রহমান প্রমুখ। এ সময় উপজেলার ১৫৫ স্কুলের প্রায় এক হাজারেরও অধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, যতোই প্রধান শিক্ষক বা অভিভাবক দিয়ে পরীক্ষা নেওয়া হোক, এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এতে আমরাও কষ্ট পাচ্ছি। আমরা দেশ গড়ার কারিগর। অথচ আমাদেরকে অবহেলা করা হচ্ছে। আমরা হেরে যাওয়ার জন্য রাস্তায় নামিনি। কতোজনকে শোকজ করবে? আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব। আমাদের দাবি না মানলে এবং প্রজ্ঞাপন দ্রুত না দিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে

চাটমোহরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তাবায়নের দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

এ সময় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক রবিউল করিম, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, শিক্ষক নেতা শাহরিয়ার কবির, আব্দুল মতিন, মোতালেব হোসেন, শ্রাবন্তী রহমান প্রমুখ। এ সময় উপজেলার ১৫৫ স্কুলের প্রায় এক হাজারেরও অধিক শিক্ষক এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, যতোই প্রধান শিক্ষক বা অভিভাবক দিয়ে পরীক্ষা নেওয়া হোক, এতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এতে আমরাও কষ্ট পাচ্ছি। আমরা দেশ গড়ার কারিগর। অথচ আমাদেরকে অবহেলা করা হচ্ছে। আমরা হেরে যাওয়ার জন্য রাস্তায় নামিনি।

কতোজনকে শোকজ করবে? আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকব। আমাদের দাবি না মানলে এবং প্রজ্ঞাপন দ্রুত না দিলে আগামীকাল বৃহস্পতিবার থেকে শার্ট ডাউন কর্মসূচি পালন করব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow