জনগণের এমপি হয়ে মানুষের সেবা করতে চাই- অধ্যক্ষ মিলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন,নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনগণের এমপি হয়ে মানুষের সেবা করতে চাই। কোন বিভাজন নয় বরং বিজয়ী হলে যে কেন্দ্রে থেকে সবচেয়েকম ভোট পাবো সেসব এলাকায় সবার আগে যাবেন বলেও তিনি মন্তব্য করেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, সুযোগ পেলে আগামী দিনে সমৃদ্ধ ফুলবাড়িয়া গঠন করার ব্যপারে ঐক্যবদ্ধ হয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। এসময় তিনি সংসদ নির্বাচনের দিন দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন প্রত্যাশা করেন। সদ্য বহিস্কৃত দলের এক নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দলীয় জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। এক্ষেত্রে কোন চ্যালেঞ্জ মনে করা হচ্ছে না। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক

জনগণের এমপি হয়ে মানুষের সেবা করতে চাই- অধ্যক্ষ মিলন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ও ফুলবাড়িয়া সংসদীয় আসন থেকে দলীয় মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন,নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জনগণের এমপি হয়ে মানুষের সেবা করতে চাই। কোন বিভাজন নয় বরং বিজয়ী হলে যে কেন্দ্রে থেকে সবচেয়েকম ভোট পাবো সেসব এলাকায় সবার আগে যাবেন বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়িয়া প্রেস ক্লাবে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, সুযোগ পেলে আগামী দিনে সমৃদ্ধ ফুলবাড়িয়া গঠন করার ব্যপারে ঐক্যবদ্ধ হয়ে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। এসময় তিনি সংসদ নির্বাচনের দিন দাঁড়িপাল্লার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে সমর্থন প্রত্যাশা করেন।

সদ্য বহিস্কৃত দলের এক নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ দলীয় জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে। এক্ষেত্রে কোন চ্যালেঞ্জ মনে করা হচ্ছে না।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, সূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ, আব্দুর রউফ রাব্বানী, মোহাম্মদ আব্দুল কাদের, পৌর আমীর আব্দুল খালেক, জামায়াত নেতা আলহাজ্ব এসএম শাহজাহান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মন্জুরুল হক মামুন, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার ওমর শরীফ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এমদাদুল হক ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow