জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াই প্রকৃত দেশপ্রেম: বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী

ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, মন্তব্য করেছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই প্রকৃত দেশপ্রেম। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”বুধবার (১৯ নভেম্বর/২০২৫) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন দপ্তরের সর্বশেষ অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কমিশনারকে অবহিত করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহ অঞ্চলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সংক্ষেপে উপস্থাপনা দেন। এ সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, টাইফয়েড টিকাদানে ময়মনসিংহ সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ সম্পন্ন হয়েছে। অন্যান্য দপ্তরের প্রধানরাও তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন।বিভাগীয় কমিশনার ফার

জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াই প্রকৃত দেশপ্রেম: বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী

ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, মন্তব্য করেছেন যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই প্রকৃত দেশপ্রেম। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।”

বুধবার (১৯ নভেম্বর/২০২৫) দুপুর ১২টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন দপ্তরের সর্বশেষ অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কমিশনারকে অবহিত করা হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহ অঞ্চলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সংক্ষেপে উপস্থাপনা দেন। এ সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, টাইফয়েড টিকাদানে ময়মনসিংহ সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ সম্পন্ন হয়েছে। অন্যান্য দপ্তরের প্রধানরাও তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী বলেন, “বিভাগের জনসেবা নিশ্চিত করতে সবাইকে একটি দল হিসেবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি এবং চাই আমরা সারাদেশের মধ্যে জনকল্যাণমূলক কাজে প্রথম স্থানে থাকি।” তিনি দায়িত্বশীলতা, আন্তরিকতা ও সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং উন্নয়ন ও জনসেবামুখী কার্যক্রমে সকল দপ্তরের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow