জন্মদিনে জুবিনকে স্মরণ করলেন মমতা
দুমাস আগেই চলে গেছেন জুবিন গার্গ। বছর ঘুরে আবার এল জন্মদিন, কিন্তু এবার নেই সেই মানুষটি-অকালপ্রয়াত সংগীত প্রতিভা জুবিন গার্গ। প্রয়াণের পর তার প্রথম জন্মদিনে তাকে আবারও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত বার্তায় মমতা লিখলেন- ‘বিখ্যাত বহুমুখী সংগীত প্রতিভা জুবিন গার্গকে তার জন্মদিনে স্মরণ করছি। তার সুর সীমা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত।’ মাত্র কয়েকটি শব্দেই ধরা পড়ল প্রিয়জন হারানোর বেদনা এবং তার প্রতি গভীর শ্রদ্ধা। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী, আসামের প্রিয়মুখ জুবিন গার্গ। তার মৃত্যু নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা থাকলেও, সংগীতজগতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে-তা নিয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর খবরেই ‘ভাই’ বলে শোক জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; জন্মদিনেও ভুললেন না শিল্পীকে। আরও পড়ুন:মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’কার্তিক আরিয়ানের বাড়িতে বিয়ের আনন্দ ভাষা, সংস্কৃতি, সীমানা-সবকিছুর বাইরে উঠে গিয়ে জুবিন গার্গ হয়ে উঠেছিলেন উপ
দুমাস আগেই চলে গেছেন জুবিন গার্গ। বছর ঘুরে আবার এল জন্মদিন, কিন্তু এবার নেই সেই মানুষটি-অকালপ্রয়াত সংগীত প্রতিভা জুবিন গার্গ। প্রয়াণের পর তার প্রথম জন্মদিনে তাকে আবারও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ (১৮ নভেম্বর) মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত বার্তায় মমতা লিখলেন- ‘বিখ্যাত বহুমুখী সংগীত প্রতিভা জুবিন গার্গকে তার জন্মদিনে স্মরণ করছি। তার সুর সীমা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত।’ মাত্র কয়েকটি শব্দেই ধরা পড়ল প্রিয়জন হারানোর বেদনা এবং তার প্রতি গভীর শ্রদ্ধা।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী, আসামের প্রিয়মুখ জুবিন গার্গ। তার মৃত্যু নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা থাকলেও, সংগীতজগতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে-তা নিয়ে কোনো সন্দেহ নেই। মৃত্যুর খবরেই ‘ভাই’ বলে শোক জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়; জন্মদিনেও ভুললেন না শিল্পীকে।
আরও পড়ুন:
মুক্তির আগেই নজর কেড়েছে রণবীরের ‘ধুরন্ধর’
কার্তিক আরিয়ানের বাড়িতে বিয়ের আনন্দ
ভাষা, সংস্কৃতি, সীমানা-সবকিছুর বাইরে উঠে গিয়ে জুবিন গার্গ হয়ে উঠেছিলেন উপমহাদেশের সংগীতপ্রেমীদের অনন্য সম্পদ। তাই মানুষটি না থাকলেও তার সুর ও স্মৃতি থেকে যাচ্ছে অম্লান, অনুরাগীদের হৃদয়ে চিরজাগ্রত হয়ে।
এমএমএফ/এএসএম
What's Your Reaction?