জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে জবাইখানার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  মঙ্গলবার (২৫ নভেম্বর) পৌরশহরের গন্ডামারা জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।  নিহত মহিউদ্দিন অন্তর (১৮) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে। এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।  নিহত অন্তরের মা মরিয়ম বেগম জানান, তার স্বামী ছোট্ট অন্তরসহ দুই সন্তান রেখে তাকে ছেড়ে চলে যান। ওই সময় তিনি বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে তাদের লালনপালন করেন। একপর্যায়ে তিনিও অন্যত্র বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। কয়েক বছর পর ওই স্বামীও মারা যান। এদিকে অন্তর বড় হতে থাকে। সে বাইরে বাইরে থাকে। মায়ের কাছে থাকে না। জীবিকার সন্ধানে অন্যান্য তরুণদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে স্ক্রাপ সংগ্রহ করে বিক্রি করে। তিনি আরও জানান, রেললা

জবাইখানার পাশ থেকে তরুণের মরদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে জবাইখানার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) পৌরশহরের গন্ডামারা জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মহিউদ্দিন অন্তর (১৮) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে।

এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক তরুণের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহত অন্তরের মা মরিয়ম বেগম জানান, তার স্বামী ছোট্ট অন্তরসহ দুই সন্তান রেখে তাকে ছেড়ে চলে যান। ওই সময় তিনি বিভিন্ন বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে তাদের লালনপালন করেন। একপর্যায়ে তিনিও অন্যত্র বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। কয়েক বছর পর ওই স্বামীও মারা যান। এদিকে অন্তর বড় হতে থাকে। সে বাইরে বাইরে থাকে। মায়ের কাছে থাকে না। জীবিকার সন্ধানে অন্যান্য তরুণদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে স্ক্রাপ সংগ্রহ করে বিক্রি করে।

তিনি আরও জানান, রেললাইনের পাশে এক তরুণের মরদেহ পড়ে আছে শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং তার ছেলের মরদেহ শনাক্ত করেন। তিনি তার ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ওই তরুণের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে সোমবার রাতে অন্য কোথাও হত্যা করে মরদেহ রেললাইনের উপর ফেলে গেছে দুর্বৃত্তরা। দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow