জানা গেল মাথায় গুলিবিদ্ধ এনসিপি নেতার সর্বশেষ অবস্থা
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি মোতালেব শিকদারের কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেন ওসি। গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় তার পকেট থেকে পাওয়া ভিজি
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা মোতালেব শিকদারকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, জরুরি বিভাগে নেওয়ার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি মোতালেব শিকদারের কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেন ওসি।
গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় তার পকেট থেকে পাওয়া ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। পরবর্তীতে এনসিপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ। পোস্টে তিনি লেখেন,
“এনসিপির খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিক্যালে নেওয়া হয়েছে।” পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন,“ইনটিরিম নির্বাচনের আগেই জুলাইকে নাই করে দেওয়ার আয়োজন চলছে?”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?