জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই হচ্ছে অপারেশন

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ওসমান হাদি বর্তমানে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য অপারেশনের অনুমতি দেওয়া হয়েছে। এই সংকটময় সময়ে সবাইকে অনুরোধ করছি, আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও হায়াতে তাইয়্যেবাহর জন্য দোয়া করার জন্য। একই সঙ্গে আমরা এই নৃশংস হত্যাচেষ্টার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের জানমাল রক্ষায় এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যদি অভিযুক্তরা দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে, তবে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনা করে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে। ন্যায়বিচার, মানবাধিকার

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই হচ্ছে অপারেশন

এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ওসমান হাদি বর্তমানে জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য অপারেশনের অনুমতি দেওয়া হয়েছে। এই সংকটময় সময়ে সবাইকে অনুরোধ করছি, আল্লাহর দরবারে তার দ্রুত আরোগ্য ও হায়াতে তাইয়্যেবাহর জন্য দোয়া করার জন্য।

একই সঙ্গে আমরা এই নৃশংস হত্যাচেষ্টার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের জানমাল রক্ষায় এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

যদি অভিযুক্তরা দেশের বাইরে পালিয়ে গিয়ে থাকে, তবে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে আলোচনা করে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে।

ন্যায়বিচার, মানবাধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি অব্যাহত রাখবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow