জয়পুরহাটে দুটি আসনে প্রার্থীর সংখ্যা এখন ১১ জন

জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রার্থীর সংখ্যা বেড়ে এখন ১১ জন । নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪ জন। এর ফলে জেলার দুটি আসনে বর্তমানে মোট বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে ১১। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ৭ জন এবং জয়পুরহাট-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়া জয়পুরহাটের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১১ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বৈধ প্রার্থী ৭ জন হলেন– বিএনপির দলীয় প্রার্থী মো. মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তৌফিকা দেওয়ান, বাসদের ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আনোয়ার হোসেন, এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা । অন্যদিকে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বৈধ প্রার্থী ৪ জন হলেন– বিএনপির

জয়পুরহাটে দুটি আসনে প্রার্থীর সংখ্যা এখন ১১ জন

জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে প্রার্থীর সংখ্যা বেড়ে এখন ১১ জন । নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪ জন। এর ফলে জেলার দুটি আসনে বর্তমানে মোট বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে ১১। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে ৭ জন এবং জয়পুরহাট-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) আল-মামুন মিয়া জয়পুরহাটের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১১ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বৈধ প্রার্থী ৭ জন হলেন– বিএনপির দলীয় প্রার্থী মো. মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) তৌফিকা দেওয়ান, বাসদের ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আনোয়ার হোসেন, এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঁচবিবি উপজেলার সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা ।

অন্যদিকে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বৈধ প্রার্থী ৪ জন হলেন– বিএনপির দলীয় প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী, জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ , এবি পার্টির এস এ জাহিদ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি দলীয় এমপি ইন্জিনিয়ার গোলাম মোস্তফা।

জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান বলেন, এই জেলার দুটি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বৈধ হয় এবং কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া ৭ জনের মধ্যে ৫ জন নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। আপিলে ৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং অন্য একজনের আপিল কমিশন নামঞ্জুর করেছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow