অশোভন আচরণের অভিযোগে বাসস এমডির বিরুদ্ধে ডিআরইউর আল্টিমেটাম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের অসভ্য, অশোভন ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়ে ডিআরইউ বলেছে, এ ধরনের ন্যক্কারজনক আচরণের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দুঃখ প্রকাশ করতে হবে। না হলে বাসস এমডির অপসারণের দাবিতে কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডিআরইউ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।