টয়োটার প্রথম ইভি আরবান ক্রুজার ইবেলা কেন এত জনপ্রিয়?

টয়োটার জনপ্রিয় গাড়ি আরবান ক্রুজার ইবেলা। এটি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। দ্রুত বৃদ্ধির কমপ্যাক্ট ইলেকট্রিক এসইউভি সেগমেন্টে লঞ্চ হওয়া এই গাড়িটি মূলত মারুতি ই ভিটারা-র একটি রিব্যাজড সংস্করণ। দুটি গাড়ি একই প্ল্যাটফর্ম, ব্যাটারি ও ফিচার শেয়ার করে। তবে কেন এই গাড়ি এত জনপ্রিয় জানেন কি? এর রয়েছে অসংখ্য উন্নত ও আধুনিক ফিচার। সুরক্ষার দিক থেকে ইবেলাতে সাতটি এয়ারব্যাগ, লেভেল-২ এডিএএস, একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ইবিডি সহ এবিএস এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল রয়েছে। আরবান ক্রুজার ইবেলাতে একটি ভবিষ্যৎমুখী লুক রয়েছে। এর সামনে একটি গ্লস ব্ল্যাক গ্রিল, এলইডি হেডল্যাম্প, পিক্সেল-স্টাইলের ডিআরএল, একটি মোটা বাম্পার ও একটি ফক্স স্কিড প্লেট রয়েছে। পাশের প্রোফাইলটি মূলত ই ভিটারার মতোই, তবে ১৮-ইঞ্চির অ্যালয় হুইল, বডি ক্ল্যাডিং এবং শার্ক ফিন অ্যান্টেনা এটিকে একটি প্রিমিয়াম অনুভূতি দেয়। পেছন থেকে, এর কুপের মতো ডিজাইন, কানেক্টেড এলইডি টেইলল্যাম্প এবং রিয়ার স্পয়লার এটিকে একটি স্পোর্টি লুক দেয়। ইবেলার কেবিনটি একটি কালো ও ট্যান থিমে এনেছে কোম্পানি। এতে একটি ডুয়াল-স্ক্রিন সেটআপ রয়েছে। এর মধ্য

টয়োটার প্রথম ইভি আরবান ক্রুজার ইবেলা কেন এত জনপ্রিয়?

টয়োটার জনপ্রিয় গাড়ি আরবান ক্রুজার ইবেলা। এটি তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি। দ্রুত বৃদ্ধির কমপ্যাক্ট ইলেকট্রিক এসইউভি সেগমেন্টে লঞ্চ হওয়া এই গাড়িটি মূলত মারুতি ই ভিটারা-র একটি রিব্যাজড সংস্করণ। দুটি গাড়ি একই প্ল্যাটফর্ম, ব্যাটারি ও ফিচার শেয়ার করে।

তবে কেন এই গাড়ি এত জনপ্রিয় জানেন কি? এর রয়েছে অসংখ্য উন্নত ও আধুনিক ফিচার। সুরক্ষার দিক থেকে ইবেলাতে সাতটি এয়ারব্যাগ, লেভেল-২ এডিএএস, একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা, ইবিডি সহ এবিএস এবং ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল রয়েছে।

আরবান ক্রুজার ইবেলাতে একটি ভবিষ্যৎমুখী লুক রয়েছে। এর সামনে একটি গ্লস ব্ল্যাক গ্রিল, এলইডি হেডল্যাম্প, পিক্সেল-স্টাইলের ডিআরএল, একটি মোটা বাম্পার ও একটি ফক্স স্কিড প্লেট রয়েছে। পাশের প্রোফাইলটি মূলত ই ভিটারার মতোই, তবে ১৮-ইঞ্চির অ্যালয় হুইল, বডি ক্ল্যাডিং এবং শার্ক ফিন অ্যান্টেনা এটিকে একটি প্রিমিয়াম অনুভূতি দেয়। পেছন থেকে, এর কুপের মতো ডিজাইন, কানেক্টেড এলইডি টেইলল্যাম্প এবং রিয়ার স্পয়লার এটিকে একটি স্পোর্টি লুক দেয়।

ইবেলার কেবিনটি একটি কালো ও ট্যান থিমে এনেছে কোম্পানি। এতে একটি ডুয়াল-স্ক্রিন সেটআপ রয়েছে। এর মধ্যে একটি ১০.১-ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ওয়্যারলেস কানেক্টিভিটি সহ একটি ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে।

ফিচারগুলোর মধ্যে রয়েছে ভেন্টিলেটেড সামনের আসন, ১০-ওয়ে ইলেকট্রিক ড্রাইভারের আসন, একটি জেবিএল সাউন্ড সিস্টেম, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও একটি ফিক্সড গ্লাস রুফ। পিছনের আসনের জায়গা বেশ আরামদায়ক।

কোম্পানি দাবি করেছে, এটি একবার সম্পূর্ণ চার্জে ৫৪৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। এটি মারুতি ই ভিটারা, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক, টাটা কার্ভ ইভি ও এমজি জেডএস ইভি-র মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে। ভারতের বাজারে টয়োটা ইবেলাকে একটি স্বতন্ত্র স্টাইল ও ডিজাইন সহ বাজারে এনেছে। শিগগির এই গাড়ির দাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন
কতদিন পর পর গাড়ি পরিষ্কার করানো ভালো
টেসলা সাইবারট্রাক কেন আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow