ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তারা দুজন ‘তমাল তম্ময়’ অটো রাইচমিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, তারা অটো রাইচমিলে গত এক বছর ধরে কাজ করে আসছেন। আজকে বিকেলে কাজ না থাকায় রেললাইনের পাশে খোলা জায়গায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে।  সদর হাসপাতালের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, আকাশ ও রাসেল নামে দুজনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন। মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সঙ্গে আসা লোকজনের তথ্য মতে, ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। নেত্রকোনা সদর থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমান ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তারা দুজন ‘তমাল তম্ময়’ অটো রাইচমিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, তারা অটো রাইচমিলে গত এক বছর ধরে কাজ করে আসছেন। আজকে বিকেলে কাজ না থাকায় রেললাইনের পাশে খোলা জায়গায় ঘুরতে যায়। পরে সন্ধ্যায় ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে। 

সদর হাসপাতালের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ বলেন, আকাশ ও রাসেল নামে দুজনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছেন। মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সঙ্গে আসা লোকজনের তথ্য মতে, ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা সদর থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow