ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

ঠোঁটের চারপাশে কালচে দাগ বা ছোপ পড়া অস্বাভাবিক নয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় মেলাসমা, যা মূলত ত্বকের অতিরিক্ত পিগমেন্টেশন। বয়স, হরমোনের পরিবর্তন, সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট (UV) রে—সবকিছুই এই সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে অন্তঃসত্ত্বা বা সদ্য জন্ম দেওয়া মায়েদের ত্বকেও হরমোনের কারণে এমন ছোপ দেখা দিতে পারে। ত্বকের এই সমস্যা মোকাবিলায় অনেকেই রাসায়নিকভিত্তিক ট্রিটমেন্ট ব্যবহার করেন। তবে রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া উপায়ে ও কিছু সহজ নিয়ম মানলেই কালচে দাগ কমানো সম্ভব। নিচে কিছু কার্যকর ঘরোয়া উপায় তুলে ধরা হলো— ১. অ্যাপল সাইডার ভিনিগার অ্যাসেটিক অ্যাসিড সমৃদ্ধ এই ভিনিগার ত্বকের পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে। সমান পরিমাণে অ্যাপল সাইডার ভিনিগার ও পানি মিশিয়ে ক্ষতিগ্রস্ত অংশে তুলোর সাহায্যে লাগিয়ে নিতে হবে। ২-৩ মিনিট পরে ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন। ২. অ্যালোভেরা রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার জেল (গাছের পাতা কেটে সরাসরি বার করে আনা শাঁস) ছোপযুক্ত অংশে লাগিয়ে রাখুন। পরদিন তা ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ পানিতে। ৩. পাতিলেবুর রস লেবুর রসেও অ্যাসিড রয়েছে, যা কালচে দাগ দূর করত

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

ঠোঁটের চারপাশে কালচে দাগ বা ছোপ পড়া অস্বাভাবিক নয়। চিকিৎসাবিজ্ঞানে একে বলা হয় মেলাসমা, যা মূলত ত্বকের অতিরিক্ত পিগমেন্টেশন। বয়স, হরমোনের পরিবর্তন, সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট (UV) রে—সবকিছুই এই সমস্যার কারণ হতে পারে। বিশেষ করে অন্তঃসত্ত্বা বা সদ্য জন্ম দেওয়া মায়েদের ত্বকেও হরমোনের কারণে এমন ছোপ দেখা দিতে পারে।

ত্বকের এই সমস্যা মোকাবিলায় অনেকেই রাসায়নিকভিত্তিক ট্রিটমেন্ট ব্যবহার করেন। তবে রূপচর্চা বিশেষজ্ঞরা বলছেন, ঘরোয়া উপায়ে ও কিছু সহজ নিয়ম মানলেই কালচে দাগ কমানো সম্ভব। নিচে কিছু কার্যকর ঘরোয়া উপায় তুলে ধরা হলো—

১. অ্যাপল সাইডার ভিনিগার

অ্যাসেটিক অ্যাসিড সমৃদ্ধ এই ভিনিগার ত্বকের পিগমেন্টেশন হালকা করতে সাহায্য করে। সমান পরিমাণে অ্যাপল সাইডার ভিনিগার ও পানি মিশিয়ে ক্ষতিগ্রস্ত অংশে তুলোর সাহায্যে লাগিয়ে নিতে হবে। ২-৩ মিনিট পরে ঈষদুষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

২. অ্যালোভেরা

রাতে ঘুমানোর আগে অ্যালোভেরার জেল (গাছের পাতা কেটে সরাসরি বার করে আনা শাঁস) ছোপযুক্ত অংশে লাগিয়ে রাখুন। পরদিন তা ধুয়ে ফেলুন ঈষদুষ্ণ পানিতে।

৩. পাতিলেবুর রস

লেবুর রসেও অ্যাসিড রয়েছে, যা কালচে দাগ দূর করতে কার্যকর। সরাসরি ব্যবহার না করে পানি দিয়ে মিশিয়ে লাগানো নিরাপদ।

৪. আলুর রস

আলুর রসে প্রাকৃতিকভাবেই ব্লিচিং এজেন্ট রয়েছে। কালচে ছোপ তোলার জন্য এই উপাদানটি বিশেষভাবে কার্যকরী। স্পর্শকাতর ত্বকে সাইট্রিক বা অ্যাসিটিক, কোনও রকম অ্যাসিডই ব্যবহার যায় না। তবে আলুর রস ব্যবহারে সেই ধরনের কোনো সমস্যা হয় না।

৫. পাকা পেঁপে

পাকা পেঁপেতে ভিটামিন এ ও সি থাকে, যা ত্বকের ছোপ তুলতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন পেঁপে চটকে মুখে লাগান। মাত্র দু’সপ্তাহের মধ্যে পার্থক্য দেখা যাবে।

সূত্র : এই সময় অনলাইন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow