ডিএনসির বিশেষ অভিযানে অবৈধ মদসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের টানবাজার সিটি কলোনি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতের নাম গোবিন্দ দাস (৩২)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিটি কলোনির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, থার্টি ফার্স্ট উপলক্ষে মাদক কারবারিদের তৎপরতার তথ্য পেয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মেহেদী হাসান জানান, নতুন বছরের আগের দিন থার্টি ফার্স্টকে কেন্দ্র করে মাদক সেবন ও অবৈধ মদ সরবরাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলোনিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় দেশি ও বিদেশি মিলিয়ে ৫০ লিটারের বেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার গোবিন্দ জানিয়েছেন, থার্টি ফার্স্ট উপলক্ষে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব মদ মজুত করেছিলেন।  এ ঘটনায় মামলা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিডি মেহেদী হাসান।

ডিএনসির বিশেষ অভিযানে অবৈধ মদসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের টানবাজার সিটি কলোনি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতের নাম গোবিন্দ দাস (৩২)।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিটি কলোনির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি জানায়, থার্টি ফার্স্ট উপলক্ষে মাদক কারবারিদের তৎপরতার তথ্য পেয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মেহেদী হাসান জানান, নতুন বছরের আগের দিন থার্টি ফার্স্টকে কেন্দ্র করে মাদক সেবন ও অবৈধ মদ সরবরাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলোনিতে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় দেশি ও বিদেশি মিলিয়ে ৫০ লিটারের বেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার গোবিন্দ জানিয়েছেন, থার্টি ফার্স্ট উপলক্ষে বিক্রির উদ্দেশ্যেই তিনি এসব মদ মজুত করেছিলেন। 

এ ঘটনায় মামলা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিডি মেহেদী হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow