ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্ব অন্য নির্বাচন কমিশনার ও ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসলাপের প্রথম পর্ব ৪০ দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা সাবমিট করতে হবে। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোন পর্যবেক্ষক ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতিত্ব করতে পারবে না। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে নূন্যতম ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, বিদেশী কাউকে দেশী সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না, তারা বিদেশী পর্যবেক্ষক হিসেবে তাদের আইন-বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে। ফ্রিল্যা

ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্ব অন্য নির্বাচন কমিশনার ও ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসলাপের প্রথম পর্ব ৪০ দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা সাবমিট করতে হবে। আগামী সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কোন পর্যবেক্ষক ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতিত্ব করতে পারবে না। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে। এর ব্যত্যয় যে করতে চাইবে তাকে নূন্যতম ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, বিদেশী কাউকে দেশী সংস্থার হয়ে পর্যবেক্ষক হতে পারবেন না, তারা বিদেশী পর্যবেক্ষক হিসেবে তাদের আইন-বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে। ফ্রিল্যান্স পর্যবেক্ষক কেউ হতে পারবে না। নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন এই তিনদিন পর্যবেক্ষকরা দায়িত্ব পালন করবেন। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করবে ইসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow