ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণায় টিকা’র উন্নত যন্ত্র হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান-সংশ্লিষ্ট অনুষদসমূহ ও বিভাগে গবেষণার জন্য অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে যন্ত্রটি হস্তান্তর করা হয়। এতপ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সম্প্রতি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গবেষণার দৃশ্যমান অবস্থান নিশ্চিত করেছে। টিকা প্রদত্ত এই উন্নত প্রযুক্তির যন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে। এই সহায়তা শুধু আমাদের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেবে না বরং প্রয়োজন পূরণের পর আমরা এটি অন্যান্য গবেষণা সুবিধার জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রেখেছি। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণায় টিকা’র উন্নত যন্ত্র হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান-সংশ্লিষ্ট অনুষদসমূহ ও বিভাগে গবেষণার জন্য অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে যন্ত্রটি হস্তান্তর করা হয়। এতপ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সম্প্রতি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গবেষণার দৃশ্যমান অবস্থান নিশ্চিত করেছে। টিকা প্রদত্ত এই উন্নত প্রযুক্তির যন্ত্রটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে কাজ করবে। এই সহায়তা শুধু আমাদের গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেবে না বরং প্রয়োজন পূরণের পর আমরা এটি অন্যান্য গবেষণা সুবিধার জন্যও উন্মুক্ত করার পরিকল্পনা রেখেছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় নীতিগতভাবে গবেষণা সুবিধা ও দক্ষতা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সহযোগিতা ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. আব্দুল্লাহ আল মাহমুদ, টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান, প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow