বিএফডিসির গেটের সামনে বেহাল দশা, ভোগান্তিতে শিল্পী-কুশলীরা

ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর প্রধান ফটকের সামনে থাকা সড়কটি ভেঙে-চুরে ও খানাখন্দে ভরা অবস্থায় রয়েছে। এমনকি বৃষ্টির পর এখানে পানি জমে নোংরা ও কর্দমাক্ত পরিবেশ তৈরি হয়। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কারখানা খ্যাত প্রতিষ্ঠানটির প্রবেশ মুখে এমন বেহাল দশা নিয়ে ভোগান্তিতে আছেন শিল্পী-কলাকুশলীরা। সম্প্রতি অমর নায়ক সালমান শাহ ভক্ত মাসুদ রানা নকীব একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে এফডিসির সামেন করুণ চিত্রই ফুটে উঠেছে। দেখা যায় বিএফডিসি ফটকের সামনের সড়কটি কতটা কর্দমাক্ত এবং পানিতে ভরা। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কেন্দ্রস্থল এমন নোংরা অবস্থায় থাকা মোটেও মানানসই নয় বলেই দাবি করছেন এফডিসি সংশ্লিষ্টরা। আরও পড়ুন আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকেআদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান মাসুদ রানা নকীব জানান, এই বেহাল সড়ক শুধু দর্শনার্থী ও পেশাজীবীর জন্যই সমস্যা নয় বরং এটি ছবির শুটিং ও অন্যান্য চলচ্চিত্রমূলক কার্যক্রমেও প্রভাব ফেলছে। দেশসেরা নায়ক শাকিব খানসহ বিভিন্ন তারকা ও বিদেশি নির্মাতারা যখন বিএফডিসি-তে কাজ করার জন্য আসেন। তখন ভেজা, কর্দমাক্ত ও খারাপ সড়ক তাদের জ

বিএফডিসির গেটের সামনে বেহাল দশা, ভোগান্তিতে শিল্পী-কুশলীরা

ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর প্রধান ফটকের সামনে থাকা সড়কটি ভেঙে-চুরে ও খানাখন্দে ভরা অবস্থায় রয়েছে। এমনকি বৃষ্টির পর এখানে পানি জমে নোংরা ও কর্দমাক্ত পরিবেশ তৈরি হয়। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কারখানা খ্যাত প্রতিষ্ঠানটির প্রবেশ মুখে এমন বেহাল দশা নিয়ে ভোগান্তিতে আছেন শিল্পী-কলাকুশলীরা।

সম্প্রতি অমর নায়ক সালমান শাহ ভক্ত মাসুদ রানা নকীব একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে এফডিসির সামেন করুণ চিত্রই ফুটে উঠেছে। দেখা যায় বিএফডিসি ফটকের সামনের সড়কটি কতটা কর্দমাক্ত এবং পানিতে ভরা। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কেন্দ্রস্থল এমন নোংরা অবস্থায় থাকা মোটেও মানানসই নয় বলেই দাবি করছেন এফডিসি সংশ্লিষ্টরা।

আরও পড়ুন
আজই শেষ দিন, যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে
আদনান আল রাজীবের পরিচালনায় শাকিব খান

মাসুদ রানা নকীব জানান, এই বেহাল সড়ক শুধু দর্শনার্থী ও পেশাজীবীর জন্যই সমস্যা নয় বরং এটি ছবির শুটিং ও অন্যান্য চলচ্চিত্রমূলক কার্যক্রমেও প্রভাব ফেলছে। দেশসেরা নায়ক শাকিব খানসহ বিভিন্ন তারকা ও বিদেশি নির্মাতারা যখন বিএফডিসি-তে কাজ করার জন্য আসেন। তখন ভেজা, কর্দমাক্ত ও খারাপ সড়ক তাদের জন্য অস্বস্তিকর হয়।

পাশাপাশি যারা ব্যক্তিগত গাড়ি ছাড়া যাতায়াত করেন তাদের জন্য রাস্তাটি আরও ভোগান্তির। অনেক চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও পেশাজীবীও উদ্বেগ প্রকাশ করেছেন রাস্তার এই অবস্থা নিয়ে। তারা বলছেন, শুটিং ও শিল্পী কাজের পরিবেশ মানসম্মত রাখতে সড়ক মেরামতের প্রয়োজন অবিলম্বে।

এ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী ও পরিচালক সমিতির দৃষ্টি আকর্ষণ করলে তারা জানান, অনেকদিন ধরেই রাস্তার এই বেহাল চিত্র। এর মধ্য দিয়েই কাজ করতে এফডিসিতে আসা যাওয়া করছেন সবাই। কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি। তারা দ্রুতই এর একটা ব্যবস্থা নেবেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এফডিসির সামনের অংশে রাস্তায় কাজ চলমান। মূলত এই কারণেই সাময়িক এই ভোগান্তি দেখা দিয়েছে। আরও বেশ কয়েক মাস লাগবে এই কাজ শেষ হতে।

এ বিষয়ে সরকারি বা বিএফডিসির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এলআইএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow