৩০ বছরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আপন দুই ভাইয়ের ৩০ বছরের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।  মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম কুতুবপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় সমঝোতার মধ্য দিয়ে দুই ভাই সমু ঋষি ও শিপু ঋষিকে পুনর্মিলন করান তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের বিরোধ চলছিল। সমাধানের আশায় বহুবার বিভিন্ন নেতার দ্বারস্থ হলেও কোনো ফল পাননি তারা। গণসংযোগের সময় বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উভয়পক্ষকে ডেকে সমঝোতায় বসান অপু। পরে দুই ভাইকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তিনি। দীর্ঘদিনের বিবাদের অবসানে দুই ভাইসহ স্থানীয়রা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। বড় ভাই শিপু ঋষি বলেন, ‘অনেকের কাছে গিয়েও আমরা কোনো সমাধান পাইনি। কিন্তু আজ অপু ভাই আমাদের সমস্যা মিটিয়ে দিয়েছেন। এখন থেকে আমরা মিলেমিশে থাকবো।’ সমঝোতা শেষে পথসভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরকে হিংসামুক্ত করতে তারেক রহমান আমাকে পাঠিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি বজায় রাখ

৩০ বছরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আপন দুই ভাইয়ের ৩০ বছরের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম কুতুবপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এক পথসভায় সমঝোতার মধ্য দিয়ে দুই ভাই সমু ঋষি ও শিপু ঋষিকে পুনর্মিলন করান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের বিরোধ চলছিল। সমাধানের আশায় বহুবার বিভিন্ন নেতার দ্বারস্থ হলেও কোনো ফল পাননি তারা। গণসংযোগের সময় বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উভয়পক্ষকে ডেকে সমঝোতায় বসান অপু। পরে দুই ভাইকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তিনি।

দীর্ঘদিনের বিবাদের অবসানে দুই ভাইসহ স্থানীয়রা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। বড় ভাই শিপু ঋষি বলেন, ‘অনেকের কাছে গিয়েও আমরা কোনো সমাধান পাইনি। কিন্তু আজ অপু ভাই আমাদের সমস্যা মিটিয়ে দিয়েছেন। এখন থেকে আমরা মিলেমিশে থাকবো।’

সমঝোতা শেষে পথসভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরকে হিংসামুক্ত করতে তারেক রহমান আমাকে পাঠিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের লক্ষ্য। ঐক্যবদ্ধ থাকলে উন্নত ও শান্তিময় শরীয়তপুর গড়ে তোলা সম্ভব।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু আশার কথা নয়, মানুষের সমস্যা সমাধান ও সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়েই রাজনীতি করছি। আপনাদের সঙ্গে নিয়ে শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তর করব।

পরে তিনি গণসংযোগের অংশ হিসেবে ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর নির্বাচনে দোয়া কামনা করেন। এছাড়া স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন।

গণসংযোগে তিনি পৈতকাঠি ৮ নম্বর ওয়ার্ড দুর্গা মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন। ধানকাঠি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানা পরিদর্শন করে সার্বিক খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগের আহ্বান জানান। এ সময় তিনি ধানকাঠি ইউনিয়নের নিহত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow