ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অর্জন’ নামে একটি বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই এ মামলা দায়ের করা হয়। ঢাবি প্রশাসন জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষা উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসে প্রবেশের পথে বাধার মুখে পড়ে। খবর পেয়ে ঢাবির প্রক্টরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপক ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন। তবে ওই সময় অবরোধকারীরা ঢাবির বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলা

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অর্জন’ নামে একটি বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই এ মামলা দায়ের করা হয়।

ঢাবি প্রশাসন জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষা উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসে প্রবেশের পথে বাধার মুখে পড়ে। খবর পেয়ে ঢাবির প্রক্টরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপক ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন। তবে ওই সময় অবরোধকারীরা ঢাবির বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রক্টর ও ডাকসু নেতরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সংহতি প্রকাশ করেন।

এদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেন। শিক্ষার্থীদের দাবিকৃত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে তিনি সরেজমিনে ইনস্টিটিউটটির অবস্থা পর্যালোচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow