তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) সকালে পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় মারধরের ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে। সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সঙ্গে তার তিন ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।   স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে মারা যান। সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন

তিন ভাই মিলে ছোট ভাইকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার তিন ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শুক্রবার (২ জানুয়ারি) সকালে পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় মারধরের ঘটনা ঘটে। নিহত তোফায়েল আহম্মদ ওই এলাকার বাসিন্দা ও মৃত সৈয়দ আহম্মদের ছেলে। সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিহত তোফায়েল আহম্মদের সঙ্গে তার তিন ভাই তাহের, তাজল ও নজিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে একা পেয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তারা।   স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পুনরায় তার ওপর হামলা করে অভিযুক্তরা। পরে তাকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ জানুয়ারি) সকালে মারা যান। সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে আটক করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow