তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুলা (ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বাসা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে তুলার মিলে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের ঘরে থাকা তুলার মালামালসহ ৩টি তুলার মেশিন সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস, কলাপাড়া ফায়ার সার্ভিস, আমতলী থানার পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার অফিসার ইনচার্জ আমরা

তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তুলা (ঝুট) ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি বাসা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করে তুলার মিলে আগুন জ্বলে ওঠে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের ঘরে থাকা তুলার মালামালসহ ৩টি তুলার মেশিন সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস, কলাপাড়া ফায়ার সার্ভিস, আমতলী থানার পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভূমি) ও আমতলী থানার অফিসার ইনচার্জ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow