তোমার ফিরে আসার অপেক্ষায়
বাস্তবতা কখনো গল্প বা কবিতার মতো সরলরেখায় পৌঁছায় না। চারপাশের মানুষ, সম্পদের প্রাচুর্য আর ধনীদের লৌহ–ইস্পাতের আইন—সব মিলিয়ে আমার সমস্ত পথ যখন রুদ্ধ হতে শুরু করল, তুমি পারলে না ইস্পাতের আইন ভেঙে ছুটে আসতে। নির্মম মৃত্যু হলো আমার প্রেমের।
What's Your Reaction?