ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি হাতে নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে এ দুই ভোট এক সঙ্গে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক দু'দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দু'দিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে। ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার। এদিকে ইসি সচিব আখতার আহমেদ জানান, ডিসেম্বরের ৭ থেকে ১১ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে সকল প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। এখন অপেক্ষা তফসিলের।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি হাতে নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে এ দুই ভোট এক সঙ্গে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক দু'দিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দু'দিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।

ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ফেব্রুয়ারি ১২ তারিখ বৃহস্পতিবার।

এদিকে ইসি সচিব আখতার আহমেদ জানান, ডিসেম্বরের ৭ থেকে ১১ তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।

সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে সকল প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন। এখন অপেক্ষা তফসিলের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow