দিরাই-শাল্লায় জামায়াত প্রার্থীর ২০ দফা ইশতেহার ঘোষণা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে ২০ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। এর পাশাপাশি ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও উন্মোচন করেন, যেখানে দিরাই-শাল্লা অঞ্চলের কোথায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।দিরাই উপজেলার সরমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, "দিরাই-শাল্লাবাসী বলে, কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।" তিনি আরও যোগ করেন, "আমরা ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দিরাই-শাল্লাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা কোনো বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না।"জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনির বলেন, "অনেকে ঐক্যের বিপক্ষে কথা বলেন কিংবা কে পক্ষে, কে বিপক্ষে এমন বিভাজন সৃষ্টি করতে চান। আমরা তা মেনে নেই না।

দিরাই-শাল্লায় জামায়াত প্রার্থীর ২০ দফা ইশতেহার ঘোষণা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শিশির মনির তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি ঐক্য, সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা দিয়ে ২০ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। এর পাশাপাশি ৩৫০ পৃষ্ঠার একটি বিস্তারিত উন্নয়ন পরিকল্পনাও উন্মোচন করেন, যেখানে দিরাই-শাল্লা অঞ্চলের কোথায় কী ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে।

দিরাই উপজেলার সরমঙ্গল এলাকায় আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, "দিরাই-শাল্লাবাসী বলে, কথায় নয়, কাজে পরিচয়। এই দর্শনকে সামনে রেখেই আমার নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।" তিনি আরও যোগ করেন, "আমরা ঐক্যের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে দিরাই-শাল্লাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা কোনো বিভক্তি চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনাশ চাই না।"

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শিশির মনির বলেন, "অনেকে ঐক্যের বিপক্ষে কথা বলেন কিংবা কে পক্ষে, কে বিপক্ষে এমন বিভাজন সৃষ্টি করতে চান। আমরা তা মেনে নেই না। আবার কেউ কেউ সাম্প্রদায়িকতার প্রসঙ্গ তুলে সমাজে বিভেদ তৈরি করতে চান। আমরা সমাজে বিভক্তি নয়, বরং বৈচিত্র্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।"

ইশতেহার ঘোষণাকালে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, প্রবাসী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, কৃষক, শ্রমিক, জেলে, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শিশির মনিরের ঘোষিত ২০ দফা নির্বাচনী ইশতেহারের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে: দুর্নীতি দমন ও প্রতিরোধ, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার উন্নয়ন, যাতায়াত ও অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি ও কৃষকল্যাণে করণীয় নির্ধারণ, এবং পরিবেশ ও জলবায়ু দূষণ রোধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow