দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর ও আফ্রিদি। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। ওই সিরিজের দলে ছিলেন না তারা। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত ছিলেন বাবর ও আফ্রিদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরানো হয়েছে তাদের। দলে জায়গা ধরে রেখেছেন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলে ফেরা স্পিন অলরাউন্ডার শাদাব খান। এছাড়াও দলের স্পিন বিভাগে আরও আছেন আবরার আহমেদ, মোহাম্মাদ নাওয়াজ ও উসমান তারিক। শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফির। ১ ম্যাচ খেলে ২৬ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের দলে রাখা হয়েছে তাকে। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন উসমান খান। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৯ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ

দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছরের নভেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর ও আফ্রিদি। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। ওই সিরিজের দলে ছিলেন না তারা।

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত ছিলেন বাবর ও আফ্রিদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরানো হয়েছে তাদের। দলে জায়গা ধরে রেখেছেন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলে ফেরা স্পিন অলরাউন্ডার শাদাব খান। এছাড়াও দলের স্পিন বিভাগে আরও আছেন আবরার আহমেদ, মোহাম্মাদ নাওয়াজ ও উসমান তারিক।

শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফির। ১ ম্যাচ খেলে ২৬ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের দলে রাখা হয়েছে তাকে। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন উসমান খান।

লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৯ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। একই মাঠে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।

পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটরক্ষক), মোহাম্মাদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow