দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত ডা. জাহেদুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে করে ভালুকার উদ্দেশে রওনা হই। গাড়িটি ফ্লাইওভারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি টেনেহিঁচড়ে বেশ কিছুদূর সামনে চলে যায় এবং গাড়িটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, আমার স্ত্রী ও ভাগনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। ডা. জাহেদুল বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। বরং

দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকায় নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে ফ্লাইওভারের মুখে এ দুর্ঘটনা ঘটে।

আহত ডা. জাহেদুল ইসলাম বলেন, রাত আনুমানিক ১টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে করে ভালুকার উদ্দেশে রওনা হই। গাড়িটি ফ্লাইওভারের সামনে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি টেনেহিঁচড়ে বেশ কিছুদূর সামনে চলে যায় এবং গাড়িটির বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ও ভাগনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

ডা. জাহেদুল বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করতে সক্ষম হয় বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। বরং কোনো ষড়যন্ত্র বা হত্যাচেষ্টার অংশ হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow