দেড়যুগ পর নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে রওনা হয়। নেতাকর্মীদের ব্যাপক ভিড়ের কারণে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছাতে সময় লাগে। শেষ পর্যন্ত বিকাল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়। দলীয় পতাকা, ব্যানার ও আলোকসজ্জায় সাজানো কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নিরাপত্তা জোরদারে নয়াপল্টন এলাকায় নেওয়া হয় কঠোর ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে এবং সাধারণ নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো কার্যালয় ঘিরে রাখে সিএসএফ সদস্যরা। পাশাপাশি নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা যায়। দীর্ঘ সময় পর দলের ঐতিহাসিক কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে
দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশে রওনা হয়।
নেতাকর্মীদের ব্যাপক ভিড়ের কারণে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছাতে সময় লাগে। শেষ পর্যন্ত বিকাল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়কে বর্ণিল সাজে সাজানো হয়। দলীয় পতাকা, ব্যানার ও আলোকসজ্জায় সাজানো কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নিরাপত্তা জোরদারে নয়াপল্টন এলাকায় নেওয়া হয় কঠোর ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশাধিকার সীমিত রাখা হয়েছে এবং সাধারণ নেতাকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুরো কার্যালয় ঘিরে রাখে সিএসএফ সদস্যরা। পাশাপাশি নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা যায়।
দীর্ঘ সময় পর দলের ঐতিহাসিক কার্যালয়ে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
What's Your Reaction?