দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসরভাতা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ, গোপালপুর-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, অবসর গ্রহণের পর দীর্ঘদিন অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ থেকে বঞ্চিত হয়ে অনেক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। কেউ কেউ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে মৃত্যুবরণ করেন। বক্তারা আরও বলেন, “এই টাকা কর্মজীবনে আমাদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হয়। তাই অবসর গ্রহণের ৬ মাসের মধ্যেই ভাতা পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়রুল হক, সাধারণ সম্পাদক

দ্রুত অবসরভাতা প্রদানের দাবিতে গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ও অবসরভাতা অবসরের ছয় মাসের মধ্যে পরিশোধের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় গোপালপুর উপজেলা পরিষদ চত্বরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ, গোপালপুর-এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অবসর গ্রহণের পর দীর্ঘদিন অবসরভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ থেকে বঞ্চিত হয়ে অনেক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। কেউ কেউ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে মৃত্যুবরণ করেন। বক্তারা আরও বলেন, “এই টাকা কর্মজীবনে আমাদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হয়। তাই অবসর গ্রহণের ৬ মাসের মধ্যেই ভাতা পরিশোধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি গোপালপুর শাখার সভাপতি শেখ মো. জোবায়রুল হক, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আহমেদ আলী, সেক্রেটারি ওয়াহেদ আকন্দ বকুল, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন তালুকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow