ধানের শীষে ভোট চাইলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
কুড়িগ্রামে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এক মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে। ওই শিক্ষকের নাম আব্দুল গফুর। তিনি সদর উপজেলার ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে তিনি কোন পদে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারেডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সভা করে বিএনপি। বৈঠকে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য উমর ফারুক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লবসহ স্থানীয় বিএনপির নেতারা। এক মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে শোনা যায়, প্রধান শিক্ষক আব্দুল গফুর বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন। সরকারি চ
কুড়িগ্রামে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) এক মিনিট ১২ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ওই শিক্ষকের নাম আব্দুল গফুর। তিনি সদর উপজেলার ছাটকালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তবে তিনি কোন পদে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৭ নভেম্বর) রাতে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারেডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সভা করে বিএনপি। বৈঠকে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য উমর ফারুক, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুবর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লবসহ স্থানীয় বিএনপির নেতারা।
এক মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে শোনা যায়, প্রধান শিক্ষক আব্দুল গফুর বিএনপির নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন।
সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, কোনো শিক্ষক রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবেন না। কারও সম্পৃক্ততা থাকলে শাস্তির বিধান রয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল গফুর বলেন, এক বন্ধুর কারণে বৈঠকে গিয়েছিলেন। সেখানে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেছি। তবে তার দলীয় কোনো পরিচয় নেই বলে জানান তিনি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় বলেন, বিষয়টি শুনেছি। উপজেলা শিক্ষা অফিসারকে তদন্ত করতে বলা হয়েছে। ওই শিক্ষককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম
What's Your Reaction?