নতুন অটোরিকশা ছিনতাই করতে দিয়াবাড়িতে কিশোরকে গলা কেটে হত্যা
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সামিদুল হক মনা (৪২), রবিউল ইসলাম রানা (২০), হজরত আলী (৪৫) এবং নয়ন মিয়া (৩০)। পুলিশ বলছে, নিহত কিশোর শান্তর নতুন অটোরিকশা ছিনতাই করতেই তাকে পরিকল্পিতভাবে দিয়াবাড়ি আনা হয়। পরবর্তীতে রাতের অন্ধকারে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় তার পূর্বপরিচিতরা। এরই মধ্যে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি, বিশেষভাবে প্রস্তুত নাইলনের রশি এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উত্তরা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উত্তরার ১৭ নম্বর সেক্টরের ব্রিজ-সংলগ্ন ফাঁকা জায়গায় ছনের ভেতর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের খবরে ৯৯৯-এর কলে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আরও পড়ুনলিবিয়ায় গুলিতে মাদারীপুরের তিন যুবক নিহতরাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে প
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- সামিদুল হক মনা (৪২), রবিউল ইসলাম রানা (২০), হজরত আলী (৪৫) এবং নয়ন মিয়া (৩০)।
পুলিশ বলছে, নিহত কিশোর শান্তর নতুন অটোরিকশা ছিনতাই করতেই তাকে পরিকল্পিতভাবে দিয়াবাড়ি আনা হয়। পরবর্তীতে রাতের অন্ধকারে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয় তার পূর্বপরিচিতরা।
এরই মধ্যে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি, বিশেষভাবে প্রস্তুত নাইলনের রশি এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উত্তরা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে উত্তরার ১৭ নম্বর সেক্টরের ব্রিজ-সংলগ্ন ফাঁকা জায়গায় ছনের ভেতর থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের খবরে ৯৯৯-এর কলে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আরও পড়ুন
লিবিয়ায় গুলিতে মাদারীপুরের তিন যুবক নিহত
রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে পল্লবীতে কিবরিয়া হত্যা
পরে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করে জানা যায়, মরদেহটি মো. শান্ত নামের এক কিশোরের, সে মিরপুরের কাফরুল এলাকা থেকে সোমবার বিকেল সাড়ে ৪টায় অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি। নিহতের মামা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ প্রথমে কাফরুল থেকে হত্যার মূল পরিকল্পনাকারী সামিদুল হক মনাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সম্পূর্ণ বর্ণনা দেন এবং বাকি সহযোগীদের পরিচয় প্রকাশ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল ইসলাম রানা, হজরত আলী এবং নয়ন মিয়াকে গ্রেফতার করা হয়।
ডিসি মুহিদুল আরও জানান, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শান্তকে পূর্বপরিকল্পিতভাবে দিয়াবাড়ির ৭ নম্বর ব্রিজ এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর কৌশলে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পেছন থেকে রবিউল নাইলনের রশি দিয়ে শান্তকে চেপে ধরেন এবং সামনে থেকে সামিদুল ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তারা অটোরিকশা নিয়ে ভাষানটেকের পথে পালিয়ে যান। পরে হজরত আলী ও নয়নের সহায়তায় নেত্রকোনার দুর্গাপুরে মাত্র ৫০ হাজার টাকায় সেটি বিক্রি করেন।
আজ বুধবার সকালে দুর্গাপুর থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং ক্রেতা নয়নকেও গ্রেফতার করা হয়। পাশাপাশি ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি ও রশি।
এ ঘটনায় তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।
কেআর/কেএসআর/জেআইএম
What's Your Reaction?